Can't found in the image content. এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, জুলাই ৪, ২০২২

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জুলাই) ঢাকা থেকে এক টন আম পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, প্রতিবেশী দেশগুলোতে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠানো হয়েছে। সোমবার (৪ জুলাই) পাঠানো আম ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন গ্রহণ করবে। এরপর আমগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে দেওয়া হবে।

গত বছরও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।