ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী

মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: শনিবার, জুলাই ২, ২০২২

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী
শিক্ষানগরী ময়মনসিংহের স্বনামধন্য শহীদ সৈয়দ নজরুল কলেজের আয়োজনে কলেজের ২০২৩ সালের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে এক হয়ে কাজ করার জোর তাগিদ করেন। তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি শহীদ শহীদ নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কলেজের শিক্ষার্থীদেরকে উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার নেতৃত্ব দানের পাশাপাশি সকল ছাত্র-ছাত্রী শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হওয়ার আহবান জানান।

শনিবার সকালে নগরীর এড. তারেখ স্মৃতি অডিটরিয়াম হলরুমে কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন জেলা প্রশাসক ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, অত্র কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্, অত্র কলেজের সহকারী অধ‍্যাপক এনায়েত রহমান, মফিদুন নুর খোকা, ময়মনসিংহ পাওয়ার স্টেশনের চীফ ইঞ্জিনিয়ার ও  গভর্নিং বডির সদস্য এ. এইচ এম, রাশেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের গভর্নিং বডির সদস্য জেবুন্নাহার, শোহানুর রহমান শোহান, অভিভাবক সদস‍্য মোঃ কামরুজ্জামান, সৈয়দ সাইদুজ্জামানসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের  শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।