Can't found in the image content. ফের ভার্চুয়াল পদ্ধতিতে ফিরছে মন্ত্রিসভার বৈঠক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ফের ভার্চুয়াল পদ্ধতিতে ফিরছে মন্ত্রিসভার বৈঠক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২, ২০২২

ফের ভার্চুয়াল পদ্ধতিতে ফিরছে মন্ত্রিসভার বৈঠক
করোনা মহামারির মধ্যে দেশে ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ মার্চ থেকে সশরীরে এ বৈঠক হয়। তিন মাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে ফিরে যাচ্ছে মন্ত্রিসভার বৈঠক।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে তা জানানো হয়, আগামীকাল রোববার (৩ জুলাই) ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভার বৈঠক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

চিঠিতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন।

নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।