ইউক্রেনের ক্রেমেনচুকে একটি ব্যস্ত শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিংমলে কোনো হামলা চালাননি রুশ সেনারা। যদিও অঞ্চলটির গভর্নর দিমিত্রো লুনিন সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
দিমিত্রি পলিয়ানস্কি বলেন, রাশিয়ার নির্ভুল অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুত ছিল।
তিনি বলেন, ঘটনাস্থল শপিংমলে কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিংমলে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে আক্রান্ত হয় অ্যামস্টোর নামের শপিংমলে। এটির অবস্থান ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ৮১ মাইল দূরে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শপিংমল থেকে ধোঁয়া উড়ছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে জড়ো হয়েছে অগ্নিনির্বাপক ট্রাক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার সময় শপিং সেন্টারটির ভেতরে সহস্রাধিক মানুষ ছিল। তিনি বলেন, রাশিয়ার কাছ থেকে শালীনতা ও মানবতা আশা করা ভুল। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ বেসামরিক স্থাপনায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
পোলটাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন এ আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
মধ্য ইউক্রেনে দনিপার নদীর তীরের এই শিল্পকারখানা সমৃদ্ধ শহরটিতে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষের বাস। এর আগেও শহরটির তেল শোধনাগার ও অন্যান্য স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।