বিয়ের নিমন্ত্রণ পত্রে বরযাত্রী কখন বেরোবে তার সময় লেখা ছিল। বরের বন্ধুরাও সেই সময় অনুযায়ী তৈরি হচ্ছিলেন যাওয়ার জন্য। অথচ সময়ের আগেই বন্ধুদের না নিয়ে হবু শ্বশুরবাড়ির পথে রওনা দেন বর।
ঘটনাটি ঘটেছে ভারতের হরিদ্বারের বাহাদুরাবাদ এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়,বরের নাম রবি। রবির এমন ব্যবহারে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তাঁর বন্ধুরা। অপমানের জবাব দিতে তাই তাঁর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দেন বন্ধুরা।
প্রতিবেদনে আরও বলা হয়, নিমন্ত্রণ পত্র অনুযায়ী বরযাত্রী বেরোনোর কথা ছিল বিকাল ৫টায়। বরের বন্ধুরা সময় মতো উপস্থিত হন বিয়েবাড়িতে। কিন্তু এসে তাজ্জব বনে যান সকলেই। তাঁদের ফেলে রেখেই বরযাত্রীর দল রওনা দিয়ে দিয়েছ। রবি বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব দিয়েছিল আরেক বন্ধু চন্দ্রশেখরকে। রবির এমন কাণ্ডজ্ঞানহীন কার্যকলাপে বাকি বন্ধুদের সামনে মাথা নিচু হয়ে যায় চন্দ্রশেখরের। কারণ তিনিই সবাইকে অত্যন্ত উৎসাহ নিয়ে রবির বরযাত্রীতে যাওয়ার কথা বলে এসেছিলেন। রাগে, দুঃখে, অপমানে চন্দ্রশেখর সেই মুহূর্তে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। রবির বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানির মামলাও করেন তিনি।