আমলাদের ওপর নির্ভর না করে রাজনীতির পাশাপাশি রাজনীতিবিদদের সমাজের সংস্কারমূল কার্যক্রমে এগিয়ে আসা উচিত বলে মনে করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
তিনি বলেন, ‘সমাজ সংস্কারে রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনও আয়োজন করতে দেখি না। তারা তাকিয়ে থাকে আমালাদের দিকে। কিন্তু এটা তো তাদের করার কথা।’
সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় বাজেটে শিশুর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ জরুরি বিষয়ক এক বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) ও আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদরা আমলাতন্ত্রের ওপর নির্ভর করে থাকে। আমি মনে করি, সমাজের সব শ্রেণির লোকদের স্বতঃস্ফূর্তভাবে শিশু ও যুবকদের বিকাশে ভূমিকা রাখা উচিত। রাজনৈতিক দলগুলোর সংস্কারমূলক কাজেও অংশগ্রহণ করতে হবে।’
শিশুদের জন্য বাজেট বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রমাণ করেছে, টাকা আমাদের জন্য বড় বিষয় নয়। বাস্তবায়নের দৃঢ় মনভাব, প্রতিজ্ঞা এবং করবো এই সদিচ্ছাই হলো বড়।’
ড. শামসুল আলম আরও বলেন, ‘আমাদের সরকার শিশু বাজেট তৈরি শুরু করেছিল। আমি অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবো। শিশুদের সার্বিক কল্যাণে অবশ্যই পৃথক বাজেট ঘোষণা করা উচিত।’
অনুষ্ঠানে আরও ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক জনাব আবু ইউসুফ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন গণমাধ্যম বিশেষজ্ঞ।