Can't found in the image content. আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: শেখ হাসিনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: শেখ হাসিনা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, জুন ২৫, ২০২২

আজ আমার কারও বিরুদ্ধে অভিযোগ নেই: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিরোধিতা ও ষড়যন্ত্রকারীদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, তাদের চিন্তার দীনতা আছে, আত্মবিশ্বাসের অভাব আছে। তাই তারা হয়তো বিরোধিতা করেছেন।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে সুধী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু নিয়ে বিরোধিতা ও ষড়যন্ত্রকারীদের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। তারা দেশের মানুষের প্রতি আরও দায়িত্ববান হবেন, এমন আশাও করেন শেখ হাসিনা।

এসময় তিনি স্মরণ করেন বাংলাদেশের অর্থনীতি করোনা মোকাবিলা করেও গতিশীল। অনেকের শঙ্কা ছিল। কিন্তু আমরা সবই করেছি, পেরেছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।