রাশিয়া দাবি করেছে, দোনবাসে থাকা ইউক্রেনের ২ হাজার সেনাকে ঘিরে ধরেছে রাশিয়ার সেনারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ শুক্রবার একটি ব্রিফিংয়ে এমন দাবি করেন।
এ ব্যাপারে ইগোর কোনাসেনকোভ বলেন, সবমিলিয়ে, হিরিসকা এলাকায়, আমরা দুই হাজার ইউক্রেনীয়কে ঘিরে ফেলেছি: ১৮০০ সেনা, ১২০ নাৎসি, ৮০ জনেরও বেশি বিদেশি ভাড়াটে সেনা, ৪০টি সেনা যুদ্ধযান, প্রায় ৮০টি অস্ত্র এবং মর্টার।
তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টায় স্বেচ্ছায় ইউক্রেনের ৪১ জন সেনা আত্মসমর্পণ করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, তাদের সেনারা অস্ত্রের পাঁচটি গুদামে হামলা চালিয়েছে এবং ইউক্রেনীয় সেনারা ব্যপক ক্ষতির স্বীকার হচ্ছে।
রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ব্যপক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়ার পর সেটি পুষিয়ে নিতে লুহানেস্ক এবং দোনেৎস্কের অদক্ষ জনবল দিয়ে একটি আলাদা রাইফেল ব্যাটালিয়ন তৈরি করেছে ইউক্রেন।
এর আগে শুক্রবার লুহানেস্ক আঞ্চলিক সামরিক প্রশাসন জানায়, রুশ সেনারা লিসিচানস্কের জোলোতে এবং তোসকিভকার কিছু অঞ্চল দখল করতে সমর্থ হয়েছে।
সূত্র: সিএনএন