ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণের নতুন কমিটি গঠন।

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুন ২৪, ২০২২

সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণের নতুন কমিটি গঠন।
সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ’র বার্ষীক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন উত্তরণ’র নিজস্ব কার্যালয়ে আড়ম্বরপুর্ন  আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বােধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া । সংগঠনের সভাপতি মো: শাহেদ এর সভাপতিত্বে সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ ।

আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ ড.এ.এস.এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ, শিক্ষক পরিষদ সম্পাদক আল আমিন সরোয়ার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী , উত্তরণ'র উপদেষ্টা আজমল হোসেন লাবু, পার্থ সারথি, স্নেহাংশু বিশ্বাস, সাইফুর রহমান মিরন, সুকুমার মিত্র প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন করা হয়। কমিটি গঠনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন স্নেহাংসু বিশ্বাস। উত্তরণ’র নবগঠিত কমিটিতে মো: শাকিল আহমেদ  সভাপতি ও প্রসেনজিৎ মন্ডল  সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাহফুজ নুসরাত।