Can't found in the image content. ভান্ডারিয়ায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভান্ডারিয়ায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

ভান্ডারিয়ায় অস্ত্র মামলায় একজনের ১৭ বছর কারাদন্ড
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শহিদুল ইসলাম (৫৩) নামের এক ডাকাতকে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম উপজেলার গৌরিপুর গ্রামের আবদুস সোবাহানের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট পুলিশ হেফাজতে থাকা অবস্থায় শহিদুল ইসলাম জানায় তার কাছে পাইপগান ও গুলি আছে। এরপর পুলিশ শহিদুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ভান্ডারিয়া থানার এসআই ফেরদৌস হোসেন আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি আইনজীবী (এপিপি) জহিরুল ইসলাম। তিনি বলেন, শহিদুল ইসলাম আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাঁর অনুপস্থিতে আদালতে রায় ঘোষণা করা হয়েছে।