Can't found in the image content. চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য পুনর্বিন্যাস করছে রাশিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য পুনর্বিন্যাস করছে রাশিয়া

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জুন ২৩, ২০২২

চীন ও ভারতের সঙ্গে বাণিজ্য পুনর্বিন্যাস করছে রাশিয়া

ছবি: সংগৃহীত

পশ্চিমাদের মোকাবিলা করতে বাণিজ্যের ক্ষেত্রে নতুন পথে হাঁটছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করায় রাশিয়া ব্রাজিল, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মতো "নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদারদের" সঙ্গে বাণিজ্যের পথ পরিবর্তন করছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়াল ব্রিকস সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে পুতিন তার উদ্বোধনী ভিডিও ভাষণে বলেন, 'আমরা সক্রিয়ভাবে আমাদের বাণিজ্য প্রবাহ এবং বিদেশী অর্থনৈতিক যোগাযোগকে নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদারদের, প্রাথমিকভাবে ব্রিকস দেশগুলির সঙ্গে পুনর্নির্মাণে নিযুক্ত রয়েছি।

পুতিন জানিয়েছেন, চলতি বছরের প্রথম তিন মাসে রাশিয়ার ও ব্রিকসের মধ্যে বাণিজ্য ৩৮ শতাংশ বেড়ে চার হাজার পাঁচশ কোটি ডলারে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রাশিয়ান ও ব্রিকস দেশগুলোর ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তীব্র হয়েছে। এর অংশ হিসেবে রাশিয়ায় ভারতীয় চেইন স্টোর খোলার ও আমাদের বাজারে চীনা গাড়ি, সরঞ্জাম এবং হার্ডওয়্যারের শেয়ার বাড়ানোর জন্য আলোচনা চলছে।

এদিকে ইউক্রেন যুদ্ধের পর চীন ও ভারতে জ্বালানি তেলের রপ্তানিও বাড়িয়েছে রাশিয়া। এজন্য মূল্য ছাড় দিয়েছে দেশটি। চলতি মাসের মে মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল আমদানি করেছে চীন।

রুশ প্রেসিডেন্ট বলেন, পাঁচটি দেশের সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বাড়ানো হচ্ছে। ডলারও ও ইউরোতে লেনদেনের বিকল্প খোঁজা হচ্ছে বলেও জানানা তিনি।