বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরবেন।
বুধবারে বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০:৩৫ ঘটিকায় থাই এয়ারওয়েজের TG-321 বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২:১০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তাঁর সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ০৪ জুলাই রুটিন চেক আপের লক্ষ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।