Can't found in the image content. গ্লোবাল টিভি তে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ এর সামনে মানববন্ধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গ্লোবাল টিভি তে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ এর সামনে মানববন্ধন

সিনিয়র স্টাফ রিপোর্টার | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

গ্লোবাল টিভি তে সন্ত্রাসী হামলার প্রতিবাদে তেজগাঁও কলেজ এর সামনে মানববন্ধন
গ্লোবাল টেলিভিশন অফিসের মূল ফটকের সামনে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকলদের দ্রুত গ্রেফতারের দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায়  তেজগাঁও কলেজের সামনে আহ্বায়ক কমিটির সদস্যরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-  তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ইমরানুল আজম চৌধুরী, সদস্য সচিব শ্রাবণ আহমেদ সহ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলায় সন্ত্রাসী মুন্না বাহিনী ও জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।