গ্লোবাল টেলিভিশন অফিসের মূল ফটকের সামনে গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকলদের দ্রুত গ্রেফতারের দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১১ টায় তেজগাঁও কলেজের সামনে আহ্বায়ক কমিটির সদস্যরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ইমরানুল আজম চৌধুরী, সদস্য সচিব শ্রাবণ আহমেদ সহ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলায় সন্ত্রাসী মুন্না বাহিনী ও জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান। আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।