স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে সিলেটে। বানভাসি মানুষের জন্য বিভিন্ন পর্যায়ের মানুষ খাবার নিয়ে ছুটে যাচ্ছে সিলেটে। তবে বন্যার শুরু থেকেই মাঠে ছিলো বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সোমবার ছাত্রলীগের কয়েককটি টিম সিলেটের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে বৃষ্টি ভিজে বন্যার্তদের মাঝে খাবারসামগ্রী বিতরণ করেন। তাদের বৃষ্টি ভিজে উপহার সামগ্রী বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হলে,নেটিজেনরা ছাত্রলীগের প্রশংসা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীকে দেখা যায়,পানিতে নেমে তারা বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করছে। তাছাড়া কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি জিয়াসমিন শান্তা,যুগ্ম - সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে উপহার সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন জেলা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খাবার সামগ্রী এনে সিলেটের বিভিন্ন উপজেলার দূর্গম এলাকার বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী কমিটির সভাপতি আল - নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সমন্বয়ে ত্রাণ টিম গঠন করা হয়েছে। ত্রাণ টিমের সার্বিক তত্বাবধানে রয়েছে ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার। টিমের মধ্যে আরো আছে ছাত্রলীগের সহ- সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাঁধন,ধর্ম সম্পাদক তুহিন রেজা,উপ- সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন, উপ -ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক আহম্মদ, সহ- সম্পাদক সাইফুর রহমান রাজন,সাইফুর রহমান,সদস্য আলী হোসেন আলম।
ছাত্রলীগের উপহার সামগ্রীতে ছিল -
চিড়া,গুড়,স্যালাইন,বিশুদ্ধ পানি,কেক,বাটার বন,বিস্কুট, সাবান,রুটি এবং মোমবাতি। তাছাড়া বিভিন্ন জায়গায় রান্না করা খাবারও রান্না করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।