ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

একই পরিবারের ৯ জনের মৃত্যুতে রহস্য তুঙ্গে

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ২১, ২০২২

একই পরিবারের ৯ জনের মৃত্যুতে রহস্য তুঙ্গে

ছবি: সংগৃহীত

ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরদেহ। কোথাও ৩টি, কোথাও ২টি। এভাবেই ঘরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে মোট ৯টি মরদেহ। ঘটনাটি ঘটেছে ভারতের মহরাষ্ট্রের সাংলি জেলার একটি পরিবারে। এ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহরাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাংলির মহিসালের ওই ঘটনাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। 

সাংলির এসপি দিক্ষিত গেদাম জানিয়েছেন, বাড়িতে মোট ৯টি মরদেহ পাওয়া গেছে। একটি জায়গায় পাওয়া গেছে ৩টি মরদেহ। অপর ৬টি মরদেহ ঘরের বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। মৃত্যু কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

মৃতদের পরিচয়ও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, নিহতেরা হলে- পোপাট ইয়ালাপ্পা ভানমোর (৫২), সঙ্গীতা পোপাট ভানমোর (৪৮), অর্চনা পোপাট ভানমোর (৩০), সুভম পোপাট ভানমোর (২৮), মানিক ইয়ালাপ্পা ভানমোর (৪৯), রেখা মানিক ভানমোর (৪৫), আদিত্য মানিক ভানমোর (১৫), অনিতা মানিক ভানমোর (২৮) ও আক্কাটাই মানিক ভানমোর (৭২)।