ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি-হাডুডু ভুলতে বসেছে: প্রধানমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি-হাডুডু ভুলতে বসেছে: প্রধানমন্ত্রী
এখনকার ছেলেমেয়েরা তো ডাংগুলি, হাডুডু ভুলতে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী বলেন, এসব খেলা তারা খেলেনি। আমরা খেলেছি। ডাংগুলিটা ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।

আজ রোববার (১৯ জুন) সকালে সাফ চ্যাম্পিয়ন-২০২১-এর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা এবং অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দেন। 

প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে। ক্রিকেট খেলার জন্য পিচটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিকে সুরক্ষিত রেখে একপাশে ফুটবলও খেলা যেতে পারে।

খেলাধুলার উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্রীড়াঙ্গনের প্রসার ঘটুক, আমরা সবাই সেটা চাই। সরকারে না থেকেও খেলাধুলার উন্নতি নিয়ে চিন্তা করতাম। এদিকে নজর রাখতাম। খোঁজখবর নিতাম। আমার বাবা ফুটবল প্লেয়ার ছিলেন, আমার দাদাও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার দাদা এবং দাদার ছোট ভাই সবাই ওই অঞ্চলে ফুটবল খেলতেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারী দল ওয়ানডে স্ট্যাটাস অর্জন করেছে। এটা অনেক বড় অর্জন। নারী ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে।