Can't found in the image content. মানবিক সহায়তায় ছাত্রলীগ আইডল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মানবিক সহায়তায় ছাত্রলীগ আইডল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

মানবিক সহায়তায় ছাত্রলীগ আইডল
মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য। 
সিলেট নগরীর উপশহর ও যতরপুর এলাকায় পানিবন্দী হাজার হাজার মানুষদের জন্য বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিশুদ্ধ পানি,স্যালাইন ,মোমবাতী এবং আটকে পরা মানুষদের উদ্ধার। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ ভয়াবহ বন্যা কবলিত এলাকায় ত্রান-সাহায্য করে যাচ্ছে প্রতিটি ঘরে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, যদিও প্রয়োজনের তুলনায় তা একেবারে অপ্রতুল ,তবে আগামীকাল থেকে আমরা এই উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তা কর্মসূচী আরো ব্যাপক আকারে শুরু করবো ইনশাআল্লাহ  । 

নাজমুল সমাজের বিত্তবান এবং দেশি প্রবাসী সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন  এই চরম মানবিক দুঃসময়ে এগিয়ে আসার জন্য। তিনি বলেন সবাই মিলে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ালে ইনশাআল্লাহ অন্তত কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব করা সম্ভব হবে।