ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

পানি যেতে বাধা পেলে সড়ক বা বাঁধ কেটে ফেলার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

পানি যেতে বাধা পেলে সড়ক বা বাঁধ কেটে ফেলার নির্দেশ স্থানীয় সরকারমন্ত্রীর
পানি যেতে বাধা পেলে সড়ত বা বাঁধ কেটে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এই নির্দেশ দেন।

এদিকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতিভারী বৃষ্টিতে নদনদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরও বিস্তৃতি ঘটেছে। পানিবন্দি হয়ে পড়েছেন দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা।