Can't found in the image content. রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, জুন ১৯, ২০২২

রূপগঞ্জে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
রূপগঞ্জে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার সকালে চনপাড়াস্থ রনির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯/৬ ব্লকের দুদু মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রনির দেহ তল্লাশি করে আমেরিকার তৈরী একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।