ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ব্রজমোহন কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতার বার্তা দেন বিডি ক্লিন।

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: বুধবার, জুন ১৫, ২০২২

ব্রজমোহন কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতার বার্তা দেন বিডি ক্লিন।
"প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার সরকারি ব্রজমোহন কলেজ রাখবো সর্বদা পরিষ্কার’’

এই স্লোগাণকে সামনে রেখে ১৪ জুন ব্রজমোহন কলেজের ১৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিডি_ক্লিন_ব্রজমোহন_কলেজ টিমের ১৩৩ জন সদস্যের উপস্থিতিতে ২৬৬ টি হাতে পরিচ্ছন্ন হলো সরকারি ব্রজমোহন কলেজ প্রাজ্ঞন।

উক্ত, পরিচ্ছন্নতা অভিযান শেষে ইভেন্ট প্লেস পর্যবেক্ষণে আসেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।  তিনি বিডি ক্লিন এর এই কাজের প্রশংসা করেন। সেই সাথে বিডি ক্লিন এর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, 
"ব্রজমোহন কলেজকে আরো পরিচ্ছন্ন রাখতে ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন নিশ্চিত করবো এবং বিডি ক্লিন এর সহযোগীতায় সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত করবো"

বিডি ক্লিন ব্রজমোহন টিমের সদস্যরা বলেন,

"একা নয়, একত্রে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ। 

আমরা পাগল!
পরিচ্ছন্নতার যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত আমাদের এই পাগলামি থামবে না। যে পর্যন্ত পরিচ্ছন্নতার লক্ষ্যে পৌঁছাতে না পারবো সে পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে আমরা পরিচ্ছন্নতার বার্তা নিয়ে দুয়ারে দুয়ারে হানা দিবো। যে করেই হোক পরিচ্ছন্নতার যুদ্ধে জয়ী আমরা হবোই, ইনশাআল্লাহ্।"

কেবল মাত্র বোমা বা বন্দুক দিয়ে বিপ্লব আসে না,
বিপ্লবের তালোয়ার ধার পায় তারুণ্যের চিন্তাশক্তিতে।

এই কথারই প্রমান দিতে বিডি ক্লিন তারুণ্য, তার চিন্তাশক্তি দিয়ে নতুন নতুন ইতিহাসের রচনা করবে।