সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ১৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৪ জুন উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালী আয়োজন করে কলেজ প্রশাসন। র্যালীতে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ এ এস এম কাইয়ুম উদ্দীন আহমেদ, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আলামিন সরোয়ার সহ অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ।
বাংলাদেশ ছাত্রলীগের ব্রজমোহন কলেজ শাখা উক্ত র্যালীতে অংশ নেয়।
র্যালীটি লাইব্রেরী ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাস ঘুরে ফাস্ট গেট হয়ে লাইব্রেরী ভবনের সামনে এসে শেষ হয়।
পরে লাইব্রেরী ভবনের সামনে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রশাসন।
বিএম কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিডি ক্লিন বিএম কলেজ টিম বরাবরের মত ক্যাম্পাস জুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।বাধন বিএম কলেজ ইউনিট কর্তৃক বিনামূল্যে রক্ত পরিক্ষা কর্মসূচি পালিত হয়।