Can't found in the image content. আজ মদনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫ |

EN

আজ মদনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: মঙ্গলবার, জুন ১৪, ২০২২

আজ মদনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন
মদন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ (১৫ জুন) বুধবার অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা ভাইস  চেয়ারম্যান তোফায়েল আহম্মদ পদত্যাগ করায় এ উপনির্বাচন। নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রার্থীরা হচ্ছেন, মোহাম্মদ জাকির হোসেন তালুকদার (উড়োজাহাজ), মুফতি আনোয়ার হোছাইন (তালা), এম, এ সোহাগ (মাইক), মোঃ নাজিম উদ্দিন খান (চশমা)। 

পৌরসভাসহ উপজেলার আট ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে ১লাখ ২০ হাজার ৯শ ৭৭ জন ভোটার ভোট প্রদান করবেন। সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ হামিদ ইকবাল জানান, উপনির্বাচনে ৪৫টি কেন্দ্রে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসার ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মঙ্গলবার ভোটের যাবতীয় সরঞ্জাম দিয়ে স্ব-স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।