Can't found in the image content. উত্তরণের ঐতিহ্যবাহী জৈষ্ঠ্য উৎসব বর্ষাবরন উদযাপিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

উত্তরণের ঐতিহ্যবাহী জৈষ্ঠ্য উৎসব বর্ষাবরন উদযাপিত

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: শনিবার, জুন ১১, ২০২২

উত্তরণের ঐতিহ্যবাহী জৈষ্ঠ্য উৎসব বর্ষাবরন উদযাপিত
সত্য প্রেম পবিত্রতার ধারক ও বাহক সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জৈষ্ঠ উৎসব ও বর্ষাবরন।

প্রতিবছর উত্তরণ আয়োজন করে জ্যৈষ্ঠ উৎসব বর্ষাবরন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জুন ২৭ জ্যৈষ্ঠ  উত্তরণের নিজস্ব কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় জৈষ্ঠ উৎসব বর্ষাবরন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ্য ড.এ.এইচ.এম কাইয়ুম উদ্দিন আহমেদ,শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জনাব আল আমিন সরোয়ার।

উত্তরণের ঐতিহ্যবাহী জৈষ্ঠ্য উৎসব বর্ষাবরন উদযাপিত।

সত্য প্রেম পবিত্রতার ধারক ও বাহক সরকারি ব্রজমোহন কলেজের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন উত্তরণের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জৈষ্ঠ উৎসব ও বর্ষাবরন।

প্রতিবছর উত্তরণ আয়োজন করে জ্যৈষ্ঠ উৎসব বর্ষাবরন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জুন ২৭ জ্যৈষ্ঠ  উত্তরণের নিজস্ব কার্যালয়ে  অনুষ্ঠিত হয় জৈষ্ঠ উৎসব বর্ষাবরন।

বেলা ১১ টায়  উত্তরণ সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনু্ষ্ঠানে নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন উত্তরণের সদস্যবৃন্দ 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এর প্রধান উপদেষ্টা ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ্য এ.এস.এম কাউয়ুম উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদরে সভাপতিমন্ডলীর সদস্য ও বাচিক শিল্পী আজমল হোসেন লাবু, উদীচী বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, বরিশাল নাটকের সভাপতি কাজল  ঘোষ, উত্তরণের উপদেষ্টা মিন্টু কর, তপন কুমার সাহা, দেবাশীষ কুন্ড, উত্তরণের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক, শাকিল আহমেদসহ উত্তরণ এর সাবেক ও বর্তমান সদস্য কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন উত্তরণ তাদের নিজস্ব ধারায় বাংলা সংস্কৃতি চর্চা কে অব্যাহত রেখেছে। জ্যৈষ্ঠ উৎসব বর্ষাবরন তারই নিদর্শন।উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক বলেন,"বিগত দুই বছর করোনা মহামারির প্রভাবে আমরা এই উৎসব করতে পারি নি,ভবিষ্যতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।"

সংগঠনটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ বলেন,"প্রতিবছর এই আয়েজনের মধ্য দিয়ে আমরা দেশি ফলের সাথে পরিচিত হই।এই উৎসবে শুধু ফল খাওয়াই না বরং পুরাতন নতুদের মেলবেন্ধন সৃষ্টি হয়।"
উল্লেখ্য এই উৎসবে প্রায়  অর্ধ শতাধিক দেশি ফল ছিলো।