টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এ্যাডভোকেড ইয়াকুব আলী'র নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুন) বিকেলে শোলাকুড়ী হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় স্থানীয় আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি।
কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান , মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে উপস্থিত ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার প্রার্থী এ্যাডভোকেট ইয়াকুব আলী'কে বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় শোলাকুড়ী ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সকল জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে শোলাকুড়ী সহ ৮ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন।