মহানবী (সঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাধারন শিক্ষার্থীরা।
আজ ৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজের জিরো পয়েন্ট থেকে কর্মসুচি শুরু হয়।
বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
কর্মসুচির অংশ হিসেবে শহীদমীনার সংলগ্ন রাস্তায় মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা ভারতের মুখ্যমন্ত্রী কতৃক হযরত মুহাম্মদ?(সঃ) ওহযরত আয়েশা (রাঃ)এ কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং ভারতীয় সকল পন্য বয়কটের ঘোষনা করেন।
সভায় বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থী ওয়ালীউল্লাহ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আতিকুল ইসলাম,বোটানি বিভাগের বাবুল,
আব্দুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন কটুক্তির করা দুই ভারতীয় ব্যাক্তিকে শাস্তির আওতায় আনতে হবে।ইংরেজি বিভাগের ফারজানা জানান রাসুল সঃ) এর অপমান আমরা কিছুতেই মেনে নেবো না।
এসময় কলেজের সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুনরায় কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।