বাকেরগঞ্জে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অভিযান পরিচালনা করে অদ্য ৬ই জুন সোমবার দুপুরে ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে লক্ষ্যধিক টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক। লাইসেন্স বিহীন ব্যবসা ও অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে মজুদ রাখা, মেয়াদ উত্তির্ন মালামাল বিক্রি, মূল্য তালিকায় অতিরিক্ত মূল্য রাখা সহ নানা অনিয়মের কারণে তাদের এ জরিমানা করা হয়।
নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এ সময় সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হকের সাথে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হক। জরিমানা আদায়কৃত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া বাজারের প্যাদা স্টোর ২০০০০টাকা, ফকির স্টোর ২০০০০ টাকা, নির্মল স্টোর ২০০০০ টাকা, বশির স্টোর ২০০০০টাকা, আফজাল স্টোর ৫০০০টাকা, খোকনস্টোর ৫০০০টাকা, ভাই ভাই স্টোর ৫০০০ টাকা, বিসমিল্লাহ্ স্টোর ৫০০০ টাকা, জয় মিষ্টি ভান্ডার ১০০০ টাকা করে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ১০১০০০(একলাখ এক হাজার টাকা) জরিমানা করা হয়। এ বিষয় সত্যতা নিশ্চিত করে এসিল্যান্ড আবুজর ইজাজুল হক বলেন বাকেরগঞ্জ কোনো অসৎ ব্যবসায়ী ও মজুমদারদের ছাড় দেওয়া হবে না। এরা দেশ ও সাধারন মানুষের শত্রু এদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে। এ বিষয় তিনি সকলকে সচেতন থাকতে আহবান জানিয়েছেন।