Can't found in the image content. জেলার পরে বিভাগেও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ড.গোলাম কিবরিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জেলার পরে বিভাগেও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ড.গোলাম কিবরিয়া

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: সোমবার, জুন ৬, ২০২২

জেলার পরে বিভাগেও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হলেন ড.গোলাম কিবরিয়া
সরকারি ব্রজমোহন (বিএম)  কলেজের অধ্যক্ষ বরিশাল জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে'র অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া বরিশাল জেলার পরে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ  অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শিক্ষা মন্ত্রনালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ অনুষ্ঠানে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন,"আমি অভিভূত এই সম্মানে,ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ বরিশালের শ্রেষ্ঠ কলেজ,  আমি চেষ্টা করছি সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষা ও পরিবেশগত উন্নয়নে আরও কাজ করতে।"

প্রফেসর গোলাম কিবরিয়া ১৯৬৪ সালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৫ সালে বিএ (অনার্স) ১৯৮৬ সালে এমএ এবং ১৯৮৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি  ডিগ্রি লাভ করে।এছাড়াও ২০০৫ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তিনি ১৯৯৩ সালে বিসিএস ক্যডারে প্রভাষক পদে সরকারি চাকরিতে যোগদান করেন

উল্লেখ্য পূর্বে তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ এবং সরকারি ব্রজমোহন কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য তিনি ২০২১ সালে সরকারি ব্রজমোহন কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।