Can't found in the image content. জামায়াত সেক্রেটারি জেনারেল সহ ৯ নেতাকর্মী গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ |

EN

জামায়াত সেক্রেটারি জেনারেল সহ ৯ নেতাকর্মী গ্রেফতার

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১

জামায়াত সেক্রেটারি জেনারেল সহ ৯ নেতাকর্মী গ্রেফতার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরওয়ারসহ নয় নেতাকে আটক করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

 

আটক অন্যদের মধ্যে রয়েছেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম হামিদুর রহমান আজাদ, শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ মোবারক হোসাইন। বাকি দুজনের নাম জানা যায়নি।

 

আজ সোমবার সন্ধ্যার দিকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান।

 

তিনি জানান, তাঁরা রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন-এমন খবরে অভিযান চালানো হয়। এখনো অভিযান চলছে।

 

জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ওখানে দলীয় বৈঠক ছিল। অন্যায়ভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।