Can't found in the image content. করোনায় আক্রান্ত মুহিতকে সিএমএইচে ভর্তি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

করোনায় আক্রান্ত মুহিতকে সিএমএইচে ভর্তি

বগুড়া প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুলাই ৩০, ২০২১

করোনায় আক্রান্ত মুহিতকে সিএমএইচে ভর্তি
করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।  আবুল মাল আবদুল মুহিতের পরিবার থেকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


পরিবার থেকে জানানো হয়েছে, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত রোববার (২৫ জুলাই) আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।