বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ,বরেন্য শিক্ষাবিদ প্রফেসর সাইদুল ইসলাম (৮২)মৃত্যুবরণ করেছেন।
গতকাল ১ জুন ২০২২ রাত আনুমানিক ১২:৩০ মিনিটে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বরেন্য এই শিক্ষাবিদ ষাটের দশকের শেষের দিকে আমতলি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ও পটুয়াখালী কলেজে চাকরি করেন।তিনি ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত
প্রফেসর সাইদুল ইসলাম ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।তিনি শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও ছিলেন।
বরেন্য এই শিক্ষাবিদ ১২.০৪.১৯৯৫ থেকে ১৬.০৫.১৯৯৭ পর্যন্ত সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ এবং ১৩.০৬.১৯৯৬ থেকে ১৬.০৮.১৯৯৭ পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ১৬.০৮.১৯৯৭ থেকে ২৫.০৪.১৯৯৯ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রাষ্ট্রবিজ্ঞান সমিতি বরিশাল বিভাগের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়াও নগরীর ২২ নং ওয়ার্ড¯’ পশ্চিম বগুড়া জামে মসজিদ কমপ্লেক্স, নুরানী ও হাফেজ্জী মাদ্রাসা, পাঠাগার এবং বাকেগঞ্জের পাদ্রীশিবপুর মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা।
মরহুম সাইদুল ইসলামের জানাজা নামাজ গতকাল বৃহস্পতিবার বাদ জোহর তেমাথা পশ্চিম বগুড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে তার পৈত্রিক নিবাস বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
উল্লেখ্য তিনি কিছুদিন যাবৎ কিডনিসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।