বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজে ফরম পূরণের নির্ধারিত ফি’র বাইরে ‘অযৌক্তিক খাতে দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের’ প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং কলেজের ভিতরে বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
দুপুর ১২ টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রশাসনিক ভবনের নিচে তারা অবস্থান করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফি’র বাইরে কলেজগুলো ফরম পূরণের সময় নানা অযৌক্তিক ফি চাপিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ওপর।
তারা বলেন, অন্যান্য কলেজে স্নাতক প্রথম বর্ষ বর্ষের ফরম পূরণে ৩ হাজার ৫০০টাকা ফ্রি নির্ধারণ করা হলেও বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে ৬ হাজার টাকা চাপিয়ে দেওয়া হয়েছে যা করোনাকালে যা বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে
দেওয়া অসম্ভব।
অবিলম্বে অন্যান্য কলেজের মতো বিএম কলেজেও ৩ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।
কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষসহ সিনিয়র শিক্ষকরা তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন।
তবে সুস্পষ্ট ঘোষণা ছাড়া অবরোধ প্রত্যাহারে রাজি হননি শিক্ষার্থীরা। দুপুর সোয়া ২টায় কর্তৃপক্ষের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হলে বিএম কলেজে সামনের রাস্তা মোড় অবরোধ করব অন্বেষণ করব প্রয়োজনে কলেজ ক্যাম্পাসের সকল দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে অচল করে দেওয়া হবে।