Can't found in the image content. ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার!

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, জুন ১, ২০২২

ন্যাটোর একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণের হুমকি রাশিয়ার!
ওলেগ মোরোজোভ নামে রাশিয়ার একজন প্রবীণ সংসদ সদস্য দেশটির রাষ্ট্রীয় টিভি রসিয়া-ওয়ানকে বলেছেন, ন্যাটো সদস্যভুক্ত  দেশের একজন প্রতিরক্ষামন্ত্রীকে অপহরণ করে রাশিয়ায় নিয়ে আসবেন তারা। খবর রয়টার্সের। 

ওলেগ মোরোজোভ ১৯৯৩ সালে প্রথম সংসদ সদস্য হন। তিনি রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য। 

সোমবার স্থানীয় সময় রাতে দেয়া সাক্ষাৎকারে ওলেগ মোরোজোভ বলেন, আপনি জানেন, হয়ত আমি একটি অসাধারণ পরিকল্পনা করছি, যে নিকট ভবিষ্যতে, একটি পর্যায়ে, কিছু ন্যাটো দেশের একজন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) ট্রেনে করে কিয়েভে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে। কিন্তু সে সেখানে পৌঁছাতে পারবে না। সে জেগে ওঠবে মস্কোর কোনো জায়গায়। 

‘৬০ মিনিট’ নামে ওই অনুষ্ঠানের উপস্থাপক ওলগা স্কাবেয়েভা সংসদ সদস্য ওলেগ মোরোজোভকে তখন জিজ্ঞেস করেন, ‘আপনি বোঝাচ্ছে আমরা তাকে অপহরণ করব’? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ’।

সূত্র: দ্য গার্ডিয়ান