ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পোশাক শ্রমিকদের টিকাদান রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জুলাই ১৮, ২০২১

পোশাক শ্রমিকদের টিকাদান রোববার থেকে
করোনাভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরে আগামীকাল রোববার (১৮ জুলাই) থেকে টিকা পাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৭ জুলাই) গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

খায়রুজ্জামান বলেন, দেশের মধ্যে প্রথম গাজীপুর থেকে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথম পর্যায়ে রোববার চারটি প্রতিষ্ঠান পাবে এই টিকা। ওই চারটি প্রতিষ্ঠান হচ্ছে, গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকার স্পারো এ্যাপারেলস লিমিটেড, ভোগরা এলাকার রোজভ্যালী গার্মেন্টস, কোনাবাড়ী এলাকার তুসকা গ্রুপের দুটি প্রতিষ্ঠান।


তিনি আরও বলেন, শ্রমিকদের টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে না। তবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। প্রতিদিন ১০ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।