ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নোট বাতিল হওয়ার বিজ্ঞপ্তি গুজব: বাংলাদেশ ব্যাংক

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, মে ২৭, ২০২২

নোট বাতিল হওয়ার বিজ্ঞপ্তি গুজব: বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের কোনো মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়াসংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি গুজব, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বৃহস্পতিবার ইস্যু করা কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

সূত্র জানায়, সাম্প্রতিক বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইনে প্রচারিত হচ্ছে, বিশেষ কিছু নোট বাংলাদেশ ব্যাংক বাতিল করেছে। এগুলো নির্দিষ্ট সময়ের পর আর চলবে না। এ বিষয়ে হুবহু কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তির আদলে একটি নোটিশ ইস্যু করা হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।  

কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছে, দেশে প্রচলিত কোনো মানের নোটই বাতিল করা হয়নি। প্রচলিত সব নোট চলমান রয়েছে এবং থাকবে। এ ব্যাপারে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।