Can't found in the image content. বেসরকারি খাতে দেওয়া হচ্ছে আরও ১৫ পাটকল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বেসরকারি খাতে দেওয়া হচ্ছে আরও ১৫ পাটকল

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, মে ২৫, ২০২২

বেসরকারি খাতে দেওয়া হচ্ছে আরও ১৫ পাটকল
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘দেশের আরও ১৫টি পাটকল বেসরকারি খাতে দেওয়া হচ্ছে। সরকার ব্যবসা করে না, ব্যবসা রক্ষা করে। পলিসি নির্ধারণ করে।’ মঙ্গলবার (২৪ মে) বেলা ১২টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে পাট ছিল প্রধান আয়ের উৎস। বর্তমানে পাটের সুদিন ফিরছে। পাট দিয়ে সুতা তৈরি হচ্ছে। পাট ও পাটখড়ি দুটিই রফতানি হচ্ছে।’

মন্ত্রী এ সময় পাটকল ইজারা দেওয়া প্রসঙ্গে বলেন, ‘চট্টগ্রামের কেএফডি জুট মিলস লিমিটেডকে ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে ভাড়াভিত্তিক ইজারা দেওয়া হয়েছে। কেএফডি জুট মিলস বর্তমানে ৪০০ শ্রমিকের মাধ্যমে দৈনিক গড়ে ১০ টন পাটপণ্য উৎপাদন করছে। নরসিংদীর বাংলাদেশ জুট মিলস ভাড়াভিত্তিক ইজারা দেওয়া হয়েছে। সেটিতে ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়াও খুলনার ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড এবং চট্টগ্রামের হাফিজ জুট মিলস লিমিটেডের লিজ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও ১৩টি জুটমিলের জন্য দ্বিতীয় ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবগুলো দ্রুত যাচাই-বাছাই করা হচ্ছে।’

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন– বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ইউনিটেক্স গ্রুপের মো. আরিফ প্রমুখ।