ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

জবি ট্রেজারার সাথে বিএনসিসি রমনা রেজিমেন্ট অ্যাডজুটেন্টের সৌজন্য সাক্ষাৎ

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মে ২৪, ২০২২

জবি ট্রেজারার সাথে বিএনসিসি রমনা রেজিমেন্ট অ্যাডজুটেন্টের সৌজন্য সাক্ষাৎ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ এর সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার ট্রেজারারের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ট্রেজারার ড. কামালউদ্দিন আহমদ বলেন বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে  বিএনসিসি ক্যাডেট এর কার্যক্রম প্রশংসনীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনসিসি এর মান উন্নয়নে কাজ করে যাবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্টার, প্রক্টর, ১ বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার মেজর ড. মোঃ সুলতান ফরিদ, বিএনসিসি স্পেশাল প্লাটুনের পিইউও জাহিন মাহমুদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট অফিসার ইনচার্জ ও কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান, সামরিক স্টাফ মোশাররফ হোসেন, মেহেদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি সিইউও মোঃ মামুন শেখ এবং রেজোওয়ানা জাহান রিয়া।

এর পর রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং ক্যাডেটদের খোঁজখবর নেন। এছাড়াও ক্যাডেটদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।