ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

তাইওয়ানে হামলা হলে পরিণতি ভয়াবহ হবে বলে বাইডেনের হুশিয়ারি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, মে ২৩, ২০২২

তাইওয়ানে হামলা হলে পরিণতি ভয়াবহ হবে বলে বাইডেনের হুশিয়ারি

ফাইল ছবি

চীনের হামলার শিকার হলে তাইওয়ানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুসিও কিশিদার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন এ কথা বলেন। খবর এনডিটিভি ও আরব নিউজের।

মঙ্গলবার জাপানে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনে অংশ নিতে বর্তমানে দেশটির রাজধানী টোকিওতে অবস্থান করছেন বাইডেন।

২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এ কৌশলগত নিরাপত্তামূলক জোট গঠন করা হয়।

জো বাইডেন বলেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কেননা, চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।

বাইডেন বলেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তাইওয়ানকে রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র।