ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ছাত্রদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ব্রজমোহন কলেজে বিক্ষোভ সমাবেশ

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: সোমবার, মে ২৩, ২০২২

ছাত্রদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে  ব্রজমোহন কলেজে বিক্ষোভ সমাবেশ
গতকাল ২১ মে ২০২২ শনিবার  ফুটবল খেলাকে কেন্দ্র করে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রদের উপর হামলা করেছেন বহিরাগতরা। এ সময় সরকারি ব্রজমোহন কলেজ এর ছাত্র   রাকিব এবং তানভির আহত হয়।তারা দুজনেই সরকারি ব্রজমোহন কলেজর মহাত্মা অশ্বিনী কুমার ডিগ্রি হলের আবাসিক ছাত্র।আহত রাকিব এবং তানভির কে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ২২ মে সকাল ১১ টায় ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাধারন শিক্ষার্থীরা।

এসময় তারা হামলাকারিদের বিচার এবং কলেজ ক্যাম্পাসে  বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে।

বিক্ষোভকারীরা জানান বর্তমানে  বিএম কলেজের বহিরাগতদের প্রবেশ বৃদ্ধি পেয়েছে।যার ফলে ছাত্রদের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়।এছাড়াও কলেজ চলাকালিন সময় অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে আড্ডা দেয় যার ফলে কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জনাব আল আমিন সরোয়ার ছাত্রদের দাবি মনোযোগ সহকারে শোনেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে ছাত্ররা তাদের বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষনা করেন।

উল্লেখ্য ছাত্রদের উপরে হামলার বিষয়ে কোতওয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।