ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর উপায় জানালেন জেলেনস্কি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, মে ২১, ২০২২

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর উপায় জানালেন জেলেনস্কি

ফাইল ছবি

ইউক্রেনের যুদ্ধ শুধুমাত্র কূটনীতির মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ এবং মস্কোর মধ্যে আলোচনায় অচলাবস্থার মধ্যে এ মন্তব্য করন তিনি।

শুক্রবার রাতে ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এ কথা বলেন। খবব আলজাজিরার।

তিনি বলেন, যুদ্ধে মানুষ রক্তাক্ত হবে, কিন্তু কূটনীতির মাধ্যমে নিশ্চিতভাবে এর সমাধান হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ব্যাপকভাবে ইউক্রেনের অবকাঠামো ধ্বংসের চেষ্টা করছে। কিন্তু মিত্র দেশগুলোর সঙ্গে চুক্তি করার ফলে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে তাদেরকে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোকে নিয়ে আমরা বহুপাক্ষিক একটি চুক্তি এবং একটি কর্মপন্থা সৃষ্টি করব। এর ফলে রাশিয়ার ধ্বংসযজ্ঞের শিকার দেশগুলো ক্ষতিপূরণ পাবে।

তিনি বলেন, এটা করা ন্যায্য হবে। এটা করলে রাশিয়া প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি বোমা এবং গোলার মূল্য বুঝতে পারবে।