ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাশিয়ানির মেয়ে নুরজাহান খানম

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ১৯, ২০২২

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাশিয়ানির মেয়ে নুরজাহান খানম
ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের নবনির্বাচিত ছাত্রলীগের ২ নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাশিয়ানির মেয়ে নুরজাহান খানম

নুরজাহান খানম কাশিয়ানির বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়ার আলীর কন্যা। 

নড়াইল এম.এ. মান্নান হাইস্কুল থেকে মাধ্যমিক এবং আনোয়ারা মান্নাফ গার্লস কলেজ থেকে পড়াশুনা শেষে নুরজাহান ইডেন মহিলা কলেজে ইতিহাস বিভাগে ভর্তি হয়। 

নুরজাহান খানম বলেন, ''আমার পিতা ও তার দুই ভাই ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারে সন্তান হওয়ায় জন্মের পর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গল্প ও মহান মুক্তিযোদ্ধের গল্প এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষার কথা শুনে শুনে বড় হয়েছি। এই দায়বদ্ধতা থেকে যত বড় হতে থাকি দেশের প্রতি ও দেশের মানুষের জন্যে কাজ করে যাওয়ার আগ্রহ ততো বাড়তে থাকে। দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের জন্য ইডেন মহিলা কলেজে ভর্তির পর থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করি।''

তাছাড়া, সর্বশেষ ১১তম জাতীয় নির্বাচনে নুরজাহান গোপালগঞ্জ জেলায় কাজ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের মনোনিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছিল।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বীর মুক্তিযোদ্ধা বাবার অনুপ্রেরণায় মানুষের জন্য কাজ করতে চান নুরজাহান খানম।