Can't found in the image content. সুনামগঞ্জে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সুনামগঞ্জে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, মে ১৫, ২০২২

সুনামগঞ্জে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ
ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে সুনামগঞ্জ পৌর শহরের একটি দোকান থেকে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে শহরের ষোলগর সাবেরীন স্টোরকে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ঈদের পূর্বে কেনা সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে দিয়ে উচ্চমূল্যে বিক্রি করছিল সাবেরিন স্টোর। এ জন্য তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেল উপস্থিত গ্রাহকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

ভোজ্য তেল সয়াবিনের বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও তেলের দাম নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ ছাড়াও বাজারে নিত্যপন্যের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি, অতিরিক্ত মূল্য আদায়সহ বিভিন্ন অভিযোগ একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।