ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

উত্তরণেরর সভাপতি হলেন সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক

বিএম,কলেজ, বরিশাল, ক্যাম্পাস প্রতিনিধি | আপডেট: শনিবার, মে ১৪, ২০২২

উত্তরণেরর সভাপতি হলেন সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক
বরিশালে ৩২ টি সংগঠনের সমন্বয়ে গঠিত বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ।

১৩ মে শুক্রবার বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৮ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারন সভায় ব্রজমোহন কলেজের প্রতিনিধিত্ব করে উত্তরন, সংস্কৃতি পরিষদ এবং ব্রজমোহন থিয়েটারের নেতৃবৃন্দ। অধ্যাপক নজমুল হোসেন আকাশকে সভাপতি এবং অধ্যাপক দেবাশিষ চক্রবর্তী কে সাধারন সম্পাদক করে ৩২ সদস্যের কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।সরকারি ব্রজমোহন কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ কে সাংগঠনিক সম্পাদক, সাধারন সম্পাদক মো:শাকিল কে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সংস্কৃতি পরিষদের সভাপতি তরিকুল ইসলাম কে দপ্তর সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

ছাত্রদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে তাদের কে অভিনন্দন জানিয়েছেন ব্রজমোহন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জনাব আল আমিন সরোয়ার ফ্রিডম বাংলা নিউজ কে  বলেন,"আমাদের শিক্ষার্থীরা সমন্বয় পরিষদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন এটা আমাদের কলেজের গৌরব" তিনি আরও প্রত্যাশা করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী উত্তরোত্তর সাফল্য অর্জন করে কলেজকে সাফল্যমন্ডিত করবেন।

সাংগঠনিক সম্পাদক শাহেদ বলেন,"আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো,সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি"।