Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৪, ২০২১
চাঞ্চল্যকর
রিফাত হত্যা মামলার আসামী বন্ধুক যুদ্ধে নিহত নয়ন বন্ডের অন্যতম সহযোগী মো. মুসা খান
ওরফে মুসা বন্ড'কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার
(৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় বরগুনা থানা পুলিশ শহরের মাছ বাজার ব্রিজের সামনে থেকে
তাকে গ্রেফতার করে। মুসা বরগুনা পৌর শহরের ধানসিঁড়ি রোড এলাকার মো. কালাম খানের ছেলে।
জানা
গেছে, মুসা বন্ড ০০৭ বন্ড গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। রিফাত ফরাজী ও নয়ন বন্ডের
অন্যতম প্রধান সহচর ছিলেন। এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। রিফাত
শরীফ হত্যার পর তিনি দীর্ঘদিন ভারতসহ দেশের বিভন্ন স্থানে পলাতক ছিলেন। তবে পলাতক অবস্থায়ই
বরগুনা জজ আদালতে রিফাত হত্যা মামলার বিচারের রায়ে মুসা বন্ড খালাস পেয়েছিলেন।
বরগুনা
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুসা বন্ডের বিরুদ্ধে
মাদক ও অস্ত্র মামলা সহ ৫টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সেই সব মামলার সূত্র ধরেই
তাকে গ্রেফতার করা হয়েছে।