শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
আজ সন্ধ্যায় তিনি শপথ নিতে পারেন।
জানা গেছে বুধবার বিকেলে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের সাথে বৈঠক করেছেন।
সেখানেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চরম বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে তার ছোট ভাই।
সোমবার ওই বিক্ষোভ-সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে।দুই শতাধিক মানুষ আহত হয়েছে।
কারফিউ জারি করা হয়েছে শহরে, সেনাবাহিনী ও পুলিশ কে দেওয়া হয়েছে জরুরি ক্ষমতা।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।তারা রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে। কিন্তু রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিক্রমাসিংহে প্রধানমন্ত্রী হলে, ২২৫ সদস্যের সংসদে ঐক্য সরকারের প্রধান হবেন তিনি।
বিক্রমাসিংহে ১৯৯৩ সাল থেকে পাঁচবার শ্রীলংকার প্রধানমন্ত্রী ছিলেন। পশ্চিমপন্থী মুক্তবাজার সংস্কারবাদী হিসেবে তাকে দেখা হয়।