ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ইদের ছুটির পর কুবি তে ১৬ মে থেকে ক্লাস শুরু

নাজমুস সাকিব, কুবি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ১২, ২০২২

ইদের ছুটির পর কুবি তে ১৬ মে থেকে ক্লাস শুরু
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ২১ দিনের ছুটি শেষে আগামী ১৬ মে (সোমবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বাড়ছে শিক্ষার্থীদের আনাগোনা।

করোনা মহামারীর সময় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে এবারের একাডেমিক কার্যক্রম রমজানের মধ্যেও ২১ এপ্রিল (১৯ রমজান) পর্যন্ত এবং প্রশাসনিক কার্যক্রম ১লা মে (২৯ রমজান) পর্যন্ত চলমান ছিল। একাডেমিক ও প্রশাসনিক ছুটি ১৫ মে (রবিবার) শেষ হয়ে সোমবার থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম সচল হবে।

দীর্ঘদিন ঈদের ছুটির শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরে এক শিক্ষার্থী জানান, ঈদে পরিবার পরিজনদের সাথে সময় কাটিয়েছি। কিন্তু বিগত সময়ে আমাদের শিক্ষা কার্যক্রম ক্ষতির মুখে পরে যাওয়ায় দ্রুত ক্লাস শুরু হওয়া খুব জরুরী। এখন আবার ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে তাই ভালো লাগছে।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, বিভিন্ন একাডেমিক পরিকল্পনার পাশাপাশি ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিছু প্রশাসনিক কাজ আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। কাজে গতি আনার জন্য প্রশাসনের সবাইকে বলেছি তারা যেন ক্যাম্পাসে ফিরে। আমি নিজেও আগেই চলে এসেছি, কারণ অভিভাবককে তো আগেই চলে আসতে হয়। আমাদের শিক্ষার্থীরাও ইতোমধ্যে ক্যাম্পাসে আসতে শুরু করেছে। প্রশাসনের সবারও এখন এখানে উপস্থিত থাকতে হবে, প্রভোস্ট ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে আবাসিক হল, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বিভিন্ন প্রস্তুতির বিষয় আছে।