ব্রজমোহন কলেজে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)'র সচেতনতামুলক সভা অনুষ্ঠিতত হয়েছে ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি) কোতওয়ালি থানার আয়োজনে সরকারি ব্রজমোহন কলেজে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক এই সভা।মাদক,ইভটিজিং,জঙ্গিবাদ, সাইবার ক্রাইম,বাল্যবিবাহ,কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধির জন্য উক্ত সভার আয়োজন করেন বিএমপি কোতওয়ালি মডেল থানা।
১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব মো:শাহাবুদ্দিন খান বিপিএম (বার)।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক জনাব আল আমিন সরোয়ার।
সভায় বক্তারা বলেন বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদের মাদক থেকে দুরে থাকতে হবে।
বক্তারা আরও বলেন
নৈতিক গুনসম্পন্ন শিক্ষার্থীরাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে।