Can't found in the image content. জুন মাসেই বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৫ |

EN

জুন মাসেই বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, মে ১১, ২০২২

জুন মাসেই বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন
বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সালের ১০ ও ১১ মে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের মাধ্যমে রেজওয়ানুল হক চৌধুরী  শোভন সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বিভিন্ন অনিয়মে অভিযুক্ত করে শোভন ও রাব্বানী কে সরিয়ে সহ সভাপতি আল নাহিয়ান খান জয় কে ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্য কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয়।

২০২০ সালের ৪ ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনা ভারপ্রাপ্ত তুলে দিয়ে জয় ও লেখক কে পুর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করে।দুই বছরের কমিটি নানা চড়াই উৎরাই অতিক্রম করে চার বছর পর ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায়  ছাত্রলীগের সম্মেলনের জন্য সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতি-সাধারণ সম্পাদককে দুই একদিনের  মধ্যে তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশ দেন ।