ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ডিগ্রি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফেরানো, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের সমস্যা সমাধান নিয়ে ঈদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৮টা ১০ মিনিটে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক বাহালুল হক চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এমন সুখবর এসেছে ডিগ্রি শিক্ষার্থীদের জন্য।
ফলাফল জটিলতা, ধীরগতির শিক্ষাব্যাবস্থার মতো সাত কলেজের ডিগ্রি শিক্ষার্থীদের অনেক অভিযোগ রয়েছে।
বাহালুল হক চৌধুরী অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন বাহালুল হক চৌধুরী।
এই বিষয়ে বিবৃতিতে তিনি বলেন, ঈদের ছুটির এই অবসর সময়ে অধিভুক্ত কলেজ সমূহের শিক্ষার্থীদের থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা এই পেজের মাধ্যমে প্রতিনিয়তই জানতে পারছি। সবার কমেন্টস এর রিপ্লে দিতে না পারলেও সবার মতামতগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করছি এবং ক্যাটাগরিওয়াইজ নোট করে রাখছি। ঈদের পরে আমি প্রত্যেকটি কলেজে যাওয়ার চেষ্টা করবো এবং অধ্যক্ষ মহোদয়গণদের সাথে কথা বলে কিভাবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো যায়, শিক্ষক সংকটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করা যায় এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করবো এক্ষেত্রে সবধরনের সহোযোগিতা থাকবে আমার পক্ষ থেকে।
বিঃদ্রঃ বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।