ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী ট্রান্সফোর্স অভিযান

ফুলবাড়ীতে বিপুল পরিমানের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শুক্রবার, এপ্রিল ২৯, ২০২২

ফুলবাড়ীতে বিপুল পরিমানের যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী ট্রান্সফোর্স অভিযান চলিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চার জনকে আটক করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. শামিমা আক্তার জাহান।

গত ২৪ এপ্রিল মঙ্গলবার থেকে ২৫ এপ্রিল বুধবার গভীর রাত পর্যন্ত পুলিশ,বিজিবি ও আনছার সদস্যদের সমন্বয়ে গঠিত ট্রান্সফোর্স অভিযান চালিয়ে পৌর শহরের তিনটি কুরিয়ার সর্ভিসে পাঠানো প্রায় ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসময় এই পণ্য ব্যবসায় জড়িত চার জন জনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তিনটি কুরিয়ার সর্ভিসে পাঠানো ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এসব পণ্য বেচা কেনায় জড়িত থাকার অপরাধে বিরামপুর চতরপুর এলাকার মো. বাদল ইসলাম কে ৫ হাজার টাকা,নবাবগঞ্জ উপজেলার ইমান আলী কে ১৫ হাজার টাকা,ফুলবাড়ী পৌর এলাকার শাহাজান আলী কে ১৫ হাজার টাকা ও এজাজ কে ১৫ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইদিন ব্যাপী অভিযান চালিয়ে কুরিয়ার সর্ভিসে পাঠানো ১২ লক্ষ টাকা মুল্যের মোট ১২০ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এবং এই যৌন উত্তেজক সিরাপ বেচা কেনায় জড়িত থাকার অপরাধে ভোক্তা অধিকার আইনে চার জনের মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে এধরনের ব্যবসা না করার অঙ্গিকার নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।