ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ট্রাস্ট ফান্ড গঠন

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ট্রাস্ট ফান্ড গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম (১৯৭৬-১৯৭৯) ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে।

২৫ এপ্রিল উপাচার্য লাউঞ্জে আয়োজিত ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান সতীর্থ ফোরাম (১৯৭৬-১৯৭৯)-এর পক্ষে অধ্যাপক মো. ফেরদৌস হোসেন এবং খায়রুজ্জামান হীরা ১৭ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, সতীর্থ ফোরামের প্রতিনিধি রোকেয়া হোসেন রুবি, নায়ার সুলতানা স্বপ্না, মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার উপস্থিত ছিলেন।

ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য দাতাদের ধন্যবাদ জানান।